Homeসকল রেসিপিলেমন জিলাপি

লেমন জিলাপি

লেমন জিলাপি

রেসিপি ও ছবিঃ শম্পা 

উপকরণঃ মাষকলাই-এর ডাল ২৫০ গ্রাম
চালের গুঁড়া ১/৪ কাপ
ময়দা ১/৪ কাপ
চিনি ৩ কাপ
ঘি পরিমাণমতো (ভাজার জন্য)
পানি দুই কাপ
লেমন কালার অথবা সামান্য হলুদ আর সামান্য সবুজ কালার (পরিমাণ মতো শুধু হালকা কালার টা আসলেই হবে।)
লেমন এসেন্স ১ চা চামচ
লেমন জেস্ট সামান্য

তৈরি করার নিয়মঃ প্রথমে পাত্রে মাষকলাই-এর ডাল নিয়ে ৪-৫ ঘন্টা অথবা সারারাত ভিজিয়ে রাখুন। ৪-৫ ঘন্টা পর আবার ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ডালের খোসা না থাকে। তারপর ডালগুলোকে ভাল করে মিহি করে বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

এবার পাত্রে ব্লেন্ড করার ডালগুলো ঢেলে তাতে চালের গুঁড়া এবং ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। যদি বেশি ঘন হয়ে গেলে সামান্য পানি দিয়ে পাতলা করে নিন। খেয়াল রাখতে হবে বেশি পাতলা না হয় আবার দানাদানা বা গোটা না থাকে।

মিশ্রণটিতে কালার লেমন এসেন্স লেমন জেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি ৪ থেকে ৫ ঘণ্টার জন্য ঢেকে রাখুন। ৪ থেকে ৫ ঘণ্টা পর মিশ্রণটি ঢাকনা সরিয়ে আবার ভাল করে ফেটিয়ে মিশিয়ে নিন। জিলাপি তৈরির জন্য পাইপিং ব্যাগ নিয়ে তার মধ্যে নজর রাখুন।

আরেকটি পাত্রে পানি ও চিনি মিশিয়ে চুলায় জ্বাল দিয়ে এক তারের শিরা তৈরি করে চুলা থেকে নামিয়ে রাখুন।

এবার ফ্রাইপ্যানে ঘি অথবা ঘি-তেল দিয়ে চুলায় বসিয়ে গরম করুন। গরম হয়ে গেলে মাঝারি আঁচে আড়াই প্যাচ দিয়ে জিলাপি ভেজে নিন। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে অন্য পাশটি ভালো করে ভেজে নিন।

জিলাপি মচমচে করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে কুসুম গরম চিনির সিরায় কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এরপর সিরা থেকে তুলে জিলাপি পরিবেশন করুন।

বাংলা রেসিপি - BrandBangla.org
বাংলা রেসিপি - BrandBangla.orghttps://banglarecipe.brandbangla.org
"বাংলা রেসিপি" ওয়েবসাইট বাংলাদেশের সবচেয়ে বড় রেসিপি ওয়েবসাইটগুলোর মধ্যে অন্যতম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী আমাদেরকে রেসিপি দিচ্ছেন। আমাদের ওয়েবসাইটটি দেশের গন্ডি পেরিয়ে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশের মানুষের কাছে রেসিপিগুলো নিয়ে যেতে সক্ষম হয়েছি।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জনপ্রিয় রেসিপি